Life Style News

9 months ago

Aloe Vera For Curly Hair: কোঁকড়া চুলের ফ্রিজিভাব কাটান অ্যালোভেরার গুণে! কিভাবে করবেন ব্যাবহার

The quality of aloe vera to cut frizzy hair! How to use
The quality of aloe vera to cut frizzy hair! How to use

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোঁকড়া চুল দেখতেও যেমন সুন্দর লাগে, তেমনই তার বিশেষ যত্ন নেওয়াও প্রয়োজন। নাহলে কোঁকড়া চুল যে সহজেই ফ্রিজি হয়ে যেতে পারে, সে কথা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এখন জেনে নিন অ্যালোভেরা জেলের সাহায্যে কী ভাবে কোঁকড়া চুলের যত্ন নেবেন?

কার্লি হেয়ারের প্রয়োজন যত্ন

কোঁকড়া চুল ভালো রাখতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে যে চুলের হাল খুবই সহজেই বেহাল হতে পারে, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আসলে কোঁকড়া চুলের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে।

ফ্রিজিভাব কাটান এভাবে

কোঁকড়া চুল খুব সহজে ফ্রিজি হয়ে যায়, তাই তো তার আর্দ্রতার মাত্রা ধরে রাখতে সঠিক হেয়ার জেলের ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অ্যালোভেরাকে কাজে লাগান

এক্ষেত্রে আপনি বাজারচলতি কার্লি হেয়ার জেল ব্যবহার করতেই পারেন। তবে তার পরিবর্তে বেছে নিতে পারেন অ্যালোভেরা জেলও।

চুল ভালো থাকবে

অ্যালোভেরায় উপস্থিত একাধিক উপকারী উপাদান চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, সেই সঙ্গে উন্নত করে হেয়ার টেক্সচারও।

স্ক্যাল্প ভালো থাকবে

অ্যালোভেরা রুক্ষ চুলের ফ্রিজি ভাব কাটিয়ে তুলতে যেমন সাহায্য করে, তেমনই স্ক্যাল্পের সুস্বাস্থ্য়ও বজায় রাখে। তাই তো চুলের যত্নে এটি আপনি ব্যবহার করতে পারেন।

ব্যবহারের নিয়ম জানুন

কোঁকড়া চুলে খুব সহজেই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আপনি। সেক্ষেত্রে স্নান করে উঠে ভিজে চুলে লাগাতে পারেন এই জেল।

এই টিপস মেনে চলুন

চুল ভিজে থাকাকালীন অ্যালোভেরা জেল সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন। এরপরে আর হেয়ার ব্রাশ করবেন না। এতেই আপনার চুল ভালো থাকবে।

হেয়ার প্যাকে ভরসা রাখুন

অ্যালোভেরা আপনি হেয়ার মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন। তাতেও সমান উপকার পাবেন বৈকি!

You might also like!