Life Style News

7 months ago

Sonajhuri : সোনাঝুরি ফেরায় না, লাল মাটির হাটে পয়লার বিকিকিনি

Sonajhuri
Sonajhuri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরবি ঠাকুরের দেশ, রূপ-রস-গন্ধে ভরা শান্তিনিকেতন। রোজকার ব্যস্ত জীবন থেকে ছুটকার পেতে মাঝে মধ্যেই বঙ্গবাসী হাওয়াবদলে ঘুরে আসেন শান্তিনিকেতন। বসন্তের গোড়া থেকেই শান্তিনিকেতনে ভিড় বাড়তে শুরু করে। গাছ উপচে পড়া বাগানবিলাস, শিমুল, পলাশে মোড়া রঙিন শান্তিনিকেতনের আরও কিছুটা রঙ ছড়িয়ে থাকে সোনাঝুরির হাটে।

চৈত্রের শেষেও সেই একই ছবি শান্তিনিকেতনে। অন্যান্য সেলের বাজার থেকে এই হাট খানিক আলাদা। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, হাতের কাজ সমস্ত জিনিসের স্বর্গরাজ্য এই হাট। পয়লা বৈশাখের আগে সকলের জন্য কিছু না কিছু হাতে নিয়ে ফিরতে পারবেন খুব অল্প দামেই। ইদের বাজারও ভালোই কেটেছে সোনাঝুরিতে। ধামসার তাল, আঁখের শরবত, রাঙা মাটি আর সোনাঝুরি।

আর কেবল শনিবার নয়, এখন প্রতিদিনই হরেক কিসিমের জিনিস পত্তর নিয়ে সোনাঝুরি সেজে ওঠে দুপুর থেকে রাত। নরম সুতির শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, ব্লাউজ সব ঢেলে বিক্রি হয় মাত্র ১০০, ২০০ টাকায়। এছাড়া ঘর সাজানোর জিনিস, দুল , চুরি, হার, ব্যাগ কী নেই। পয়লার বাজারে সোনাঝুরির বিক্রেতাদের মুখেও চওড়া হাসি।


You might also like!