kolkata

1 year ago

Kolkata Weather: 'মনদৌস'-এর পরোক্ষ প্রভাবে কমবে শীত

weather changing day by day due to Mandous
weather changing day by day due to Mandous

 

কলকাতা, ৯ ডিসেম্বর: তিলোত্তমায় তাপমাত্রার পারদের ওঠা-নামা লেগেই রয়েছে। কোনও দিন বাড়ছে ঠাণ্ডা, কোনও দিন একটু কমছে শীত। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি ঘরেই। এদিন ভোরের দিকে ভালোই ঠাণ্ডা অনুভূত হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। এরইমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ‌ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বঙ্গে অবশ্য ‘মনদৌস’-এর সরাসরি কোনও প্রভাব পড়বে না, তবে পরোক্ষ প্রভাব হিসাবে শীত কমবে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সপ্তাহান্তে গরম বাড়তে পারে পশ্চিমবঙ্গে, উধাও হতে পারে শীতের আমেজ। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ‘মনদৌস’-এর প্রভাব কেটে গেলে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হলে বড়দিনের আগেই চুটিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।

You might also like!