kolkata

5 days ago

Weather forecast of Bengal: অস্বস্তি কাটেনি দক্ষিণবঙ্গে, ২২ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Weather forecast of Bengal (Symbolic picture)
Weather forecast of Bengal (Symbolic picture)

 

কলকাতা, ২০ মার্চ : গরমের অস্বস্তি এখনও কাটেনি, গুমোটভাবও রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আগামী ২২ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২১ মার্চ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ২২ মার্চ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২১ ও ২২ মার্চ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের জন্য আপাতত সতর্কতা রয়েছে। ২০-২১ মার্চ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, যেহেতু ওই সময় উত্তাল থাকবে সমুদ্র।


You might also like!