Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

kolkata

3 years ago

Two alleged criminals escaped from custody : লকআপ থেকে চম্পট দিল খুনের অভিযোগে দুই অভিযুক্ত

Two alleged criminals escaped from custody
Two alleged criminals escaped from custody

 

কলকাতা, ২১ আগস্ট : খুনের অভিযোগে দুই অভিযুক্ত জিআরপিকে ঘোল খাইয়ে লকআপ থেকে চম্পট দিল। কীভাবে এমন ঘটনা ঘটল তার খোঁজখবর করতে গিয়ে তাজ্জব রেল পুলিশ। পলাতক ওই দুই অভিযুক্তের নাম রাজু হরি ও সমিরুল মোল্লা। দুজনই উলুবেড়িয়ার বাসিন্দা। দুজনের বিরুদ্ধেই বন্ধুকে খুন করার অভিযোগ রয়েছে। খুনের ওই ঘটনাটি গত ১৭ আগস্টে। ওই দিন আবাদা স্টেশনে চলন্ত ট্রেন থেকে বছর সতেরোর শুভম হরিকে ধাক্কা মেরে ফেলে দেয় রাজু ও সমিরুল। এমনটাই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আহত শুভমকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে জিআরপি। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় শুভম হরির। এদিকে, শুভমের বাড়ির লোকজন রাজু হরি ও সমিরুল মোল্লার বিরুদ্ধে খুনের মামলা করে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই দুজনের বিরুদ্ধে খুনের মামলা করে শালিমার জিআরপি। শেষপর্যন্ত দুজনকে গ্রেফতার করে রাখা হয় শালিমার জিআরপির লকআপে। সেখান থেকেই উধাও হয়ে যায় ওই দুই অভিযুক্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অভিযোগ উঠেছে লকআপের নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি কর্মীদের বিরুদ্ধে। শালিমারে জিআরপির লকআপটি বেশ পুরনো দিনের। কোনও সিসিটিভির নজরদারি ছিল না। ঠিকমতো রক্ষণাবেক্ষণও হয়েতো সেভাবে হয়নি বহুদিন। নজরদারির অভাব ও প্রহরার অভাবে সেই লকআপ ভেঙে পালিয়ে যায় রাজু ও সমিরুল। এমনটাই আপাতত মনে করা হচ্ছ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন জিআরপির উচ্চপদস্থ কর্তারা।

You might also like!