কলকাতা, ১০ অক্টোবর: “কিছু শকুন অসুস্থতা চাইছে এবং সেই দৃশ্যপট নিয়ে অরাজকতা তৈরির অপেক্ষায়। এরা সব বৈঠকই গায়ের জোরে বিফলে পাঠাবে। আমরা সমাধান ও সুস্থতা চাইছি।”
চিকিৎসক আন্দোলন নিয়ে এভাবেই ফের তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “শুভ মহাসপ্তমী। অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক সুস্থতা কামনা করি। সিবিআই চার্জশিট দেওয়ার পর এবং রাজ্য সরকার দ্রুততার সঙ্গে অন্যান্য পরিকাঠামোগত কাজ চালানোর সময়; পুজো ও বন্যা পরিস্থিতিতে রাজনীতির অঙ্কে এই অনশন বাঞ্ছনীয় নয়। প্ররোচকরা কয়েকজনের স্বাস্থ্যের বিনিময়ে এই কাজটা করে চলেছেন। প্রতিবাদ কর্মসূচি রাখতেই পারেন, অনশন প্রত্যাহার হোক।”