kolkata

1 week ago

National Civil Services Day 2025: “জনসাধারণের আস্থার অবিচল রক্ষক”, সিভিল সার্ভিসেস ডে শুভেচ্ছা সুকান্তর

National Civil Services Day 2025
National Civil Services Day 2025

 

কলকাতা, ২১ এপ্রিল : “নীতি, শাসন এবং জনসাধারণের আস্থার অবিচল রক্ষক আমাদের সিভিল সার্ভেন্টরা। তাঁরা জাতির প্রতি নিবেদিতপ্রাণ।” সোমবার এক্স হ্যান্ডলে এ কথা লিখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “এই সিভিল সার্ভিসেস ডে-তে, আমরা তাঁদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা এবং উষ্ণ শুভেচ্ছা জানাই।


স্থিতিস্থাপকতা এবং অটল সততার সাথে, তাঁরা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেন। নিশ্চিত করেন যে আমাদের গণতন্ত্রের পদ্ধতি উদ্দেশ্য এবং নির্ভুলতার সাথে এগিয়ে চলেছে। এই দিনটি আরও বেশি নিষ্ঠা, প্রজ্ঞা এবং নিঃস্বার্থ কর্তব্যের চেতনার সাথে জাতির সেবা করার জন্য তাঁদের মহৎ প্রতিশ্রুতির পুনর্নবীকরণ হোক।”

You might also like!