kolkata

1 year ago

Kolkata Metro Service: ভিড় সামাল দিতে শিয়ালদহ-সল্টলেক লাইনে এবার মিলবে বাড়তি মেট্রো

Kolkata Metro
Kolkata Metro

 

কলকাতা, ২৯ নভেম্বর  : শিয়ালদহ মেট্রো শুরু হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে যাত্রী সংখ্যা। তাই ভিড় সামাল দিতে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও।

দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হল শিয়ালদহ ৷ তাই অফিস ফেরতা ট্রেন ধরার জন্য মেট্রো ব্যবহার করেন বহু মানুষ। এর ফলে সন্ধের দিকের ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষর তরফে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে পরিষেবা বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে গ্রিন লাইনে সারাদিনে ১০০টির পরিবর্তে চলবে ১০৬টি মেট্রো।

শিয়ালদহ এবং সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে সারাদিনে চলবে ১০৬টি মেট্রো অর্থাৎ ৫৩টি ইস্ট বাউন্ড ও ৫৩টি ওয়েস্ট বাউন্ড মেট্রো। আগামী ১ ডিসেম্বর থেকে সন্ধের ব্যস্ত সময়ে প্রতি ১২মিনিট অন্তর একটি মেট্রো পাওয়া যাবে।

১ডিসেম্বর থেকে দিনের প্রথম মেট্রো:শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬:৫৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। ওইদিন থেকে শেষ মেট্রো:শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯: ৩৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.৪০ মিনিটে ৷

You might also like!