kolkata

1 day ago

Weather Forcast: সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রার পারদ, এই মুহূর্তে দক্ষিণবঙ্গ শুষ্কই

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ তারতম্য হবে না মহানগরী কলকাতায়, সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়াই মূলত শুষ্ক থাকবে। শুষ্ক থাকার পাশাপাশি আগামী দু'-একদিন মনোরমও থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা।

বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম। পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই-তিন দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে, বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের চার জেলায়। এমনকি, দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে হতে পারে তুষারপাতও।

You might also like!