কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ফের বাড়লো তাপমাত্রা, এবার এভাবেই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। বুধবার ও বৃহস্পতিবার আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভিজতে পারে কলকাতাও, শীত এবার বিদায়ের পথে বলাই যেতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি।
বুধবার বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ওই দিন কলকাতা, হাওড়া ও হুগলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পায়ে। তবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।