কলকাতা, ৮ নভেম্বর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া মূলত শুষ্কই রয়েছে। কোথাও তাপমাত্রার বিশেষ হেরফেরও হচ্ছে না। আগামী কিছু দিন মোটামুটি এমনই থাকবে আবহাওয়া। শুক্রবারও কলকাতার সর্বনিম্ন থাকল স্বাভাবিকের ওপরেই। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি বেশি।
আপাতত শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে, তাপমাত্রাও কমছে না। তবে, চলতি মাসের মাঝামাঝিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে, মিলবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনেও উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে, ১৫-২১ নভেম্বরের মধ্যে শীতের আমেজ অনুভূত হবে।