Country

3 months ago

Parliament News : এসআইআর নিয়ে হইচই, মুলতুবি সংসদের অধিবেশন

Parliament News
Parliament News

 

নয়াদিল্লি, ১১ আগস্ট : সোমবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদেরা। হইচইয়ের জেরে সংসদের দুই কক্ষের অধিবেশনই দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। সোমবার সকাল ১১টাতেই সংসদের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভা অচল করার প্রস্তুতি নেয় বিরোধী শিবির। সংসদের মকরদ্বারের সামনে জমায়েত করেন বিরোধী দলের সাংসদরা। অধিবেশন শুরু হলে তুমুল হইহট্টগোল শুরু হয়, তাই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।


You might also like!