kolkata

1 year ago

Suvendu Adhikari : আনন্দের হাতেখড়িতে না থাকার কারণ জানাতে বিবৃতি দিলেন শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা:  রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাতেখড়ি অনুষ্ঠানে থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নিজেই টুইট করে সে কথা জানিয়ে দিলেন। কেন তিনি রাজভবনে যাচ্ছেন না, তার বিস্তারিত কারণ জানালেন ওই টুইটে।

রাজ্যপালের ভালমানুষিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। নবান্নের দূত হিসাবে কাজ করছেন রাজ্যপাল প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। এ ছাড়াও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা উঠে আসছে, তখন রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠান দেখিয়ে ওই সব ইস্যু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এমনই অভিযোগ করে টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা। একই সঙ্গে জানিয়ে দিলেন কেন তিনি রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে থাকবেন না।

প্রসঙ্গত, নতুন রাজ্যপাল গোড়া থেকেই রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন। রাজ্যের উপাচার্যদের সঙ্গে বৈঠক করার ক্ষেত্রে শিক্ষা দফতরকে গুরুত্ব দিয়ে সেখানেই আগে চিঠি পাঠিয়েছেন বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও সার্চ কমিটির সুপারিশ করা তিন জনের সঙ্গে আলাদা করে কথা বলার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। অথচ রাজ্যপাল থাকাকালীন ধনকর টুইট করে অভিযোগ তুলেছিলেন যে, কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের ২৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যের শিক্ষাক্ষেত্রে ‘আইনের শাসন নয়, শাসকের আইন’ চলছে। এ ছাড়াও রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ-সহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করে নবান্নের বিরাগভাজন হন অধুনা উপরাষ্ট্রপতি ধনকর।


You might also like!