Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

kolkata

1 year ago

Special train between Asansol and Patna on Chhat Puja: ছট পূজায় আসানসোল ও পাটনার মাঝে বিশেষ ট্রেন

Special train between Asansol and Patna on Chhat Puja
Special train between Asansol and Patna on Chhat Puja

 

কলকাতা, ৫ নভেম্বর : ছট পূজা উপলক্ষে আসানসোল ও পাটনার মাঝে বিশেষ ট্রেন চালানোর কথা জানাল পূর্ব রেল।মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতে যাত্রীদের উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে। বিশেষ ট্রেনগুলি বর্ধিত ভ্রমণের চাহিদা মেটাবে। যাঁরা উৎসব উদযাপন করতে চান তাঁদের জন্য আরও সুবিধাজনক পরিবহনের বিকল্প হয়ে উঠবে। এই উদ্যোগগুলি ছট পূজার সময় জাতীয় ঐক্য এবং উদযাপনের অনুভূতিতে অবদান রাখে।

যাত্রীদের অতিরিক্ত ভিড় দূর করার লক্ষ্যে রেলওয়ে আসানসোল এবং পটনার মধ্যে একটি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ০৩৫৪৯ আসানসোল-পটনা স্পেশাল ৫ নভেম্বর আসানসোল ছাড়বে সন্ধ্যা সাড়ে ছ’টায়। পটনা পৌঁছাতে পারে রাত দেড়টায়।

০৩৫৫০ পটনা-আসানসোল স্পেশাল ৬ নভেম্বর ভোর সওয়া তিনটায় পটনা ছেড়ে আসানসোল পৌঁছোবে বেলা ১০:৪০টায়। ট্রেনটি যাতায়তে দু’দিকেই চিত্তরঞ্জন, জামতারা, মধুপুর, জাসিডিহ, ঝাঝা, কিউল, মোকামা, বখতিয়াপুর, পটনা সাহেব এবং রাজেন্দ্র নগর স্টেশনে থামবে।

You might also like!