kolkata

1 year ago

TET Exam : পাঁচ বছর বাদে টেট, রবিবার পরীক্ষার্থীদের সুবিধার্থে থাকবে বিশেষ ব্যবস্থা

TET Exam
TET Exam

 

কলকাতা, ৯ ডিসেম্বর  : রবিবার ১১ ডিসেম্বর প্রাথমিক টেট-এর দিন ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গোটা রাজ্য জুড়ে হাজার হাজার পরীক্ষার্থীর জন্য পরিবহন সচল রাখতে বিশেষ ব্যবস্থা প্রশাসনের।

রাজ্য শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। নিয়োগ নিয়ে একাধিক অভিযোগের মাঝে পাঁচ বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট-এর আয়োজন পর্ষদের।

পরিবহন দফতর সূত্রে খবর, রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য পথে নামবেন কয়েক লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেকরা। ট্রাফিক সচল রাখতে পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন, রবিবার পথে থাকবে ২ হাজারেরও বেশি সরকারি বাস।

সাধারণ দিনে প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস রাস্তায় চলাচল করে। রবিবার ছুটির দিন হলেও স্বাভাবিক বাস পরিষেবা চালু থাকবে বলে আশ্বাস পরিবহনমন্ত্রীর। এছাড়া রাস্তায় ট্রাফিকের তরফেও খোলা হচ্ছে কন্ট্রোল রুম। যান চলাচল সচল রাখতে রাস্তায় মোতায়েন থাকবে অতিরিক্ত অফিসাররা। সপ্তাহের বাকি দিনগুলোর মতোই স্বাভাবিক থাকবে ফেরি চলাচলও।

You might also like!