দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গাড়ি বিতর্কের পর এবার এক নতুন বিতর্কে জড়ালেন বামপন্থী নেতা শতরূপ ঘোষ। লেনিন জন্মবার্ষিকীতে জন্মদিন পালন করে ‘এযুগের লেনিন’ সাজতে চাওয়াকে তীব্র কটাক্ষ করেছেন আলিমুদ্দিনের বহু সিনিয়র নেতা থেকে শুরু করে বহু বামপন্থী ব্যক্তিত্ব।
উল্লেখ্য, ২২ এপ্রিল লেনিনের জন্মদিন আর তার জন্মদিনের সাথে মিলিয়ে নিজের জন্মদিন ফেসবুকে দেওয়া আর কসবা কেন্দ্রে বিধানসভা ভোটে প্রার্থী হয়ে নির্বাচন কমিশনে তাঁর জন্মতারিখ ১৯৮৬ সালের ২২ মার্চ দেওয়ায় চরম নিন্দার মুখে পড়েছেন এই নেতা। প্রশ্ন হচ্ছে, যদি শতরূপের ২২ এপ্রিল জন্মদিনটি সঠিক হয় তা হলে নির্বাচন কমিশনকে দেওয়া ২২ মার্চ তথ্য ভুল। এবং নির্বাচনী আইন অনুযায়ী কমিশনকে ভুয়া তথ্য দেওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না কেন? দু’টি জন্মদিন নিয়ে বিতর্ক হওয়ায় বেশ কিছু বছর আগে পার্টির কেন্দ্রীয় নেতৃত্বও তদন্ত করে শতরূপকে ২২ এপ্রিল পালন না করার জন্য সর্তক করে নিন্দাও করেছিল।
শতরূপের এহেন আচরন প্রসঙ্গে পার্টির বর্তমান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন।
প্রসঙ্গত, লেনিনের জন্মদিনে তৃণমূলের বিরুদ্ধে দিনরাত কুৎসা করা দু’টি টিভি চ্যানেলে কেক কেটে শনিবার জন্মদিন পালন করেন ‘২২ লাখি গাড়ির মালিক’ সর্বহারা পার্টির নেতা শতরূপ ঘোষ। চ্যানেলের রিপোর্টার ও শীর্ষ কর্তাদের পাশাপাশি কৌস্তভ চট্টোপাধ্যায়দের মতো পার্টি নেতারাও ফেসবুকে শুভেচ্ছাও জানান। টিভি চ্যানেলে জন্মদিনের সেই ছবি শতরূপের পরিবারের তরফে ফেসবুকে দিতেই নিন্দার ঝড় বয়ে যায়।