কলকাতা, ১ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরের নিম্নচাপ আপাতত দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি অবস্থিত। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাংলায়।
রবিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।এছাড়া রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে।