কলকাতা, ২ সেপ্টেম্বর : আর জি কর কাণ্ডে রাত্রিজাগরণের সাক্ষী হল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। সুবিচারের দাবিতে উঠল স্লোগান।ধর্নাস্থলে একটি পথনাটিকা উপস্থাপন করা হয়। উপস্থিত প্রতিবাদীদের একাংশ সেই পথনাটিকার মাধ্যমে আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশুকল্যাণ এবং পরিবহণ দফতরে পাঠানো ই-মেলের জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে প্রতিবাদীরা জানিয়েছেন। ধর্নামঞ্চে সাধারণের পাশাপাশি মধ্যরাত পর্যন্ত হাজির ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, ঊষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা। ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, “আর জি করের ঘটনার বিচার তো আমরা এই সরকারের কাছেই চাইব। বিচারব্যবস্থার প্রতি আস্থা রয়েছে।” সোমবার ভোর পর্যন্ত চলে এই ধর্না অবস্থান।