kolkata

1 year ago

ISF : নওশাদের পর ভাঙর থেকে গ্রেফতার আইএসএফ নেতা, এলাকায় চাঞ্চল্য

One ISF leader arrested last night
One ISF leader arrested last night

 

কলকাতা, ২৪ জানুয়ারি  : শনিবার ভাঙড়ে আইএসএফের প্রতিষ্ঠা দিবসের দিন পতাকা লাগানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও ভাঙচুরের ঘটনায় সোমবার রাতে আইএসএফ নেতা ফিরোজ জামানকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ। এই নিয়ে ফের ভাঙরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে ভাঙরের বিজয়গঞ্জ বাজার থেকে এই নেতাকে আটক করে কাশিপুর থানার পুলিশ। কিছুখনের মধ্যেই কলকাতা লেদার কম্পলেক্স থানার পুলিশ এসে কাশীপুর থানা থেকে আটক হওয়া আইএসএফ নেতাকে সেখান থেকে নিয়ে যায়। ধৃত শেখ ফিরোজ জাহানের বাড়ি ভাঙরের পানা পুকুর এলাকায়। শনিবার হাতিশাল সিক্স লেনে তৃণমূল-আইএসএফ রাজনৈতিক সংঘর্ষের কারণে এই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একের এক আইএসএফ কর্মীর গ্রেফতারির কারণে ভাঙড়ে এখনও থমথমে পরিস্থিতি।

প্রসঙ্গত, আইএসএফের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের সঙ্গে সংষর্ষের আঁচ কলকাতাতেও পড়েছে। ভাঙড়ে সংঘর্ষের পরই কলকাতার ধর্মতলা মোড় অবরোধ করেন আইএসএফ নেতা-কর্মীরা। নেতৃত্বে ছিলেন আইএসফ বিধয়াক নওশাদ সিদ্দিকি। এই ঘটনায় রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা চত্বর। ব্যাপক লাঠি চার্জ শুরু করে কলকাতা পুলিশ। অবরোধকারী আইএসএফ কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করার পর একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকেও গ্রেফতার করে পুলিশ। তাঁর পাশাপাশি বেশ কিছু আইএসএফ সমর্থককেও গ্রেফতার করা হয়েছে। এখনও পুলিশ হেফাজতে রয়েছেন আইএসএফ বিধায়ক। তাঁর জামিনের আবেদন খারিজ করে আদালত তাঁকে ১ ফেব্রুয়ারি অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

You might also like!