kolkata

4 months ago

Health Bhavan Abhiyan:মঙ্গলবার ফের জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান, করুণাময়ী থেকে মিছিল

junior doctors' Health Bhavan Abhiyan
junior doctors' Health Bhavan Abhiyan

 

কলকাতা, ১০ সেপ্টেম্বর : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবিচল এ রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা। এর ফলে মঙ্গলবার বিধাননগর অভিমুখে করুণময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করবেন চিকিৎসকরা। জানা গেছে, লাগাতার চলবে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন কর্মসূচি। আয়োজক জুনিয়র চিকিৎসকদের মিলিত সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আরজিকর হাসপাতালের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন, দোষীকে চিহ্নিত করা, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না হওয়া পর্যন্ত চলতেই থাকবে তাদের পূর্ব নির্ধারিত ওই কর্মসূচি। সুপ্রিম কোর্টের তরফে কাজে ফেরার নির্দেশের পর জুনিয়র ডাক্তাররা আন্দোলনকে আরও তীব্র করছেন। এ রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই তিন কর্তা ব্যক্তির পদত্যাগের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় সল্টলেকের করুণাময়ী থেকে সূচনা। জমায়েত থেকে এরপর স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাবে মিছিলটি।

You might also like!