kolkata

10 months ago

Mamata Banerjee : জিন্দলদের অব্যবহৃত জমিতে নয়া শিল্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata at Salboni
Mamata at Salboni

 

পশ্চিম মেদিনীপুর, ২৭ মে : জঙ্গলমহলে ফের বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টিল প্ল্যান্ট ছাড়াও শালবনিতে আরও একটা বড় শিল্প হবে। শনিবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচির জনসভা থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শালবনিতে জিন্দাল গোষ্ঠী ইস্পাত কারখানা তৈরি করছে। তার জন্য বিপুল জমি নিয়েছে তারা। তবে পুরো জমিটি কাজে লাগেনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অতিরিক্ত জমি রাজ্য সরকারকে ফেরত দিয়েছে শিল্পগোষ্ঠী। একাধিক সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যে জমি ব্যবহার করা হচ্ছে, শিল্প তৈরি হচ্ছে না, তা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক। সেই অব্যবহৃত জমিতে শিল্প তৈরি করবে রাজ্য সরকার। শালবনিতে জিন্দাল গোষ্ঠীর ইস্পাত কারখানা

প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “জিন্দাল গোষ্ঠী অব্যবহৃত জমি ফেরত দিয়েছে। এখানে বিরাট শিল্প হবে। প্রচুর মানুষের চাকরি হবে।” তবে কী শিল্প হবে তা অবশ্য মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি।

You might also like!