কলকাতা, ১০ এপ্রিল : সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী যোগ্যদের পাশে থাকার মৌখিক আশ্বাস দিয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। কিন্তু তারপরেও রাজ্য জুড়ে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা।
বৃহস্পতিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এ দিন দুপুরে এই মিছিল শুরু হতে পারে বলে জানা গেছে।