Country

4 days ago

Patna Protest: পাটনায় কংগ্রেসের মিছিলে জলকামান, কানহাইয়া-সহ অনেকেই আটক

Patna Protest
Patna Protest

 

পাটনা, ১১ এপ্রিল : পাটনায় কংগ্রেসের "পলায়ন রোকো, চাকরি দো" মিছিল রুখে দিল পুলিশ। এই মিছিলে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। কংগ্রেস নেতা কানহাইয়া কুমার-সহ বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলা হয়। ডিএসপি (আইন ও শৃঙ্খলা) কৃষ্ণ মুরারি প্রসাদ বলেন, "আমরা ইতিমধ্যেই সকলকে শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তারা শোনেনি এবং বেশ আক্রমণাত্মক হয়ে উঠেছিল। এরপর, আমরা জলকামান ব্যবহার করেছি এবং বেশ কয়েকজনকে আটক করেছি।"

রাজাপুর ব্রিজের কাছে বিক্ষোভ চলাকালীন পুলিশ কংগ্রেস কর্মীদের আটক করে এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভ চলাকালীন কানহাইয়া কুমার-সহ বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়। আটক হওয়ার প্রাক্কালে কংগ্রেস নেতা কানহাইয়া কুমার বলেছেন, "এই যাত্রা বিহারের বিভিন্ন জেলা পেরিয়ে গেছে এবং স্থানীয় মানুষ তাদের নির্দিষ্ট সমস্যাগুলি তুলে ধরেছে।" উল্লেখ্য, যুব কংগ্রেসের অধীনে 'পলায়ন রোকো, চাকরি দো' যাত্রার আওতায় শচীন পাইলট ও অন্যান্য কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। কংগ্রেস নেতা কানহাইয়া কুমার, সুপ্রিয়া সুলে, এনএসইউআই জাতীয় সভাপতি বরুণ চৌধুরী এবং আরও বেশ কয়েকজন দলীয় কর্মী উপস্থিত ছিলেন।


You might also like!