kolkata

1 week ago

Abhijit Gangopadhyay: 'খুব শীঘ্রই বাজারে ছাড়া হবে...' ষড়যন্ত্রের আশঙ্কা অভিজিতের, নিজের সঙ্গে জুড়লেন সৌমেন্দুকেও

Abhijit Gangopadhyay
Abhijit Gangopadhyay

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ষড়যন্ত্রের আশঙ্কা করছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো ভিডিয়ো তৈরি করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হতে পারে, এমন আশঙ্কা থেকে আচমকাই সাংবাদিক বৈঠক ডেকে বসলেন বিজেপি প্রার্থী। সেখানে তাঁর দাবি, শুধু তিনিই নন, যড়যন্ত্রের শিকার হতে পারেন শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা এ বার নির্বাচনে দেদার ভোট লুট হতে চলেছে তমলুকে।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, সন্দেশখালি নিয়ে যেমন জাল ভিডিও তৈরি করা হয়েছে, সেরকম জাল ভিডিয়ো কাঁথি ও তমলুকের প্রার্থীদের সম্পর্কে তৈরি করা হচ্ছে। অর্থাৎ, কাঁথির প্রার্থী সৌমেন্দু অধিকারী ও তমলুকের প্রার্থী আমি। আমাদের বিরুদ্ধে এরকম জাল ভিডিয়ো তৈরি করা হচ্ছে। সম্ভবত তা খুব শীঘ্রই বাজারে ছাড়া হবে, মানুষকে বিভ্রান্ত করার জন্য। কেউ গুরুত্ব দেবেন না। আমরা পরিষ্কার বুঝিয়ে দেব। কিছু এলাকায় তৃণমূল ১০০ শতাংশ ভোট করার জন্য উঠেপড়ে লেগেছে।'

এখানেই শেষ নয়, হলদিয়ার বিভিন্ন কারখানার ঠিকা শ্রমিকদের মুচলেকা দেওয়াচ্ছে তৃণমূল, এই অভিযোগও করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন কলকারখানার ঠিকা শ্রমিকদের বলছেন যে যে এলাকায় থাকেন সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি কিংবা অঞ্চল সভাপতির কাছ থেকে এই মর্মে চিঠি আনতে হবে, তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূলের হয়ে নির্বাচনী কার্যকলাপ করছেন। ইতিমধ্যেই বিজেপির তরফে নির্বাচন কমিশনে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়


You might also like!