kolkata

1 year ago

Initiative to clean ganga Namami Ganga : নমামি গঙ্গে প্রকল্পে আদিগঙ্গা সংস্কারের উদ্যোগ, তৈরি হবে ড্রেনেজ পাম্পিং স্টেশন

Initiative to clean ganga Namami Ganga
Initiative to clean ganga Namami Ganga

 

কলকাতা, ১৭ আগস্ট : কেন্দ্রীয় সরকার ‘নমামি গঙ্গে’ প্রকল্পের আওতায় কলকাতার আদিগঙ্গা সংস্কারের কাজে হাত দিতে চলেছে। এই প্রকল্পের আওতায় ১৩০০ কোটি টাকা ব্যয়ে কলকাতার বুকে ৩-টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং ২২টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরি করা হবে। সেই সঙ্গে আদি গঙ্গার ১৫.৫ কিলোমিটার দীর্ঘ নদীখাত পলিমুক্ত করা হবে।

এর ফলে ৩৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা কলকাতা পুরনিগমের ২৮টি ওয়ার্ড ও সোনারপুর-রাজপুর পুরসভার ৩টি ওয়ার্ডের প্রায় ৩ লক্ষ বাসিন্দা বর্ষায় জল জমার সমস্যা থেকে পাকাপাকি ভাবে মুক্তি পাবেন। বৃষ্টি হলেই কলকাতা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ড ও সোনারপুর-রাজপুর পুরসভার ৩টি ওয়ার্ডের বাসিন্দারা দুর্ভোগে পড়েন, এই প্রয়াসের ফলে বর্ষায় জল জমার সমস্যা থেকে পাকাপাকি ভাবে মুক্তি পাবেন অসংখ্য মানুষ।

You might also like!