kolkata

1 year ago

Howrah : হাওড়ার বহুতলে আগুন আতঙ্ক! ঘটনাস্থলে পৌঁছাল দমকলের ইঞ্জিন

fire panic in Howrah multi-storeyed Building
fire panic in Howrah multi-storeyed Building

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহুতলের মিটার বক্সে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ালো হাওড়ার চৌধুরীবাগান এলাকায়। দমকলের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গেছে, চৌধুরীবাগান এলাকায় বহুতলের গ্রাউন্ড ফ্লোরে মিটার বক্সে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে বাড়ির ছাদে উঠে যান ফ্ল্যাটের বাসিন্দারা। দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ওই বহুতল বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মিটার বক্সে শুক্রবার দুপুর নাগাদ আগুন লাগে। এই ঘটনায় ওই বহুতলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। 

এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা পায়েল বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার সময় বাড়িতে ছিলাম না। ফোনে একজন জানায় আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই প্রথমে মনে হয়েছিল আমাদের আবাসনেই আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দমকল কাজ করছে। আমার ঘরের দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। অন্য জায়গায় হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম। প্রায় ২০ জন ওই আবাসনে বসবাস করেন। অন্যদিকে এদিনের ঘটনায় বাসিন্দাদের অভিযোগ, আবাসনের অনেকেই রক্ষণাবেক্ষণের জন্য টাকা দেন না। এই আবাসনের বয়স্ক আবাসিকরাই টাকা দেন রক্ষণাবেক্ষণের জন্য। এই ব্যাপারে দমকলে অভিযোগ করা হবে।

 দমকলের হাওড়া স্টেশন অফিসার আর কে সাহা জানান,  আগুনের শিখা দেখা গিয়েছিল। সেখানে অসংখ্য মিটার বক্স ৬ তলা আবাসনের। খবর জানার পর দ্রুত ঘটনাস্থলে দমকল পৌঁছোয়। সিইএসসিও ঘটনাস্থলে আসে। কি কারণে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যে ফ্ল্যাটে ওই ঘটনাটি ঘটে সেখানে প্রায় ২০টি পরিবার থাকেন বলে জানা গেছে। মিটার বক্সে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকল সূত্রের খবর, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কোনও গাফিলতি ছিল কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

You might also like!