kolkata

1 year ago

Jorasanko Thakur Bari : ঠাকুরবাড়িতে পার্টি অফিস ভাঙার নির্দেশ হাই কোর্টের, পুরসভাকে তিন সপ্তাহ সময়

High Court order to demolish party office in Thakurbari
High Court order to demolish party office in Thakurbari

 

কলকাতা, ২১ নভেম্বর  : জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথের বাড়িতে তৃণমূলের পার্টি অফিস ভাঙার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সোমবার এই নির্দেশ কার্যকর করতে কলকাতা পুরসভাকে তিন সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালত। মামলার পরের শুনানি ১৯ ডিসেম্বর। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অংশের নির্মাণও ভাঙতে হবে।

সোমবার হাই কোর্টের নির্দেশ, ওই অংশের নির্মাণ ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হেরিটেজ বিভাগের। পুনরুদ্ধারের পর হেরিটেজ ভবন বলে আলাদা করে চিহ্নিত করতে হবে ওই দফতরকে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই প্রসঙ্গে বলেন, ‘‘হেরিটেজ ভবন না হলেও কি যে কেউ গিয়ে যে কোনও জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলতে পারে?’’

জোড়াসাঁকোয়ে হেরিটেজ স্বীকৃতি পাওয়া ভবনের অব্যবহৃত ঘর ভেঙে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন স্বদেশ মজুমদার নামে এক জন। মামলাকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তীর অভিযোগ, জোড়াসাঁকো ভবন ‘গ্রেড ওয়ান হেরিটেজ’। সেই ভবনেরই দু’টি ঘর ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ।

You might also like!