কলকাতা, ১০ অক্টোবর: শুক্রবার সকালে দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস-সহ কলকাতার ৭ ঠিকানায় হানা দিলেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতি-সহ দুটি পৃথক মামলায় এই হানা। প্রসঙ্গত, ২০২৪-এর ১২ জানুয়ারি প্রায় ১৪ ঘণ্টা রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকেরা তল্লাশি চালান। বাজেয়াপ্ত করেন বহু নথি। বাজেয়াপ্ত করা হয় সুজিতবাবুর মুঠোফোন। তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সে সময় বলেন, ‘‘যদি কাজের জন্য কেউ আমাকে এক টাকা দিয়ে থাকেন, আমি আজই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দেব।’’ তবে, এদিনের অভিযান সবে শুরু হয়েছে। বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।