kolkata

1 year ago

Drug Racket :বিলাসবহুল গাড়িতে কোটি টাকার হেরোইন ,সল্টলেকে

Drug Racket
Drug Racket

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সল্টলেকে দুটি বিলাসবহুল গাড়ি থেকে পাওয়া গেল কয়েক কোটি টাকার মাদক । রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে ওই মাক উদ্ধার করেছে। জানা গেছে, ৩০ হাজারের বেশি ছোট ছোট প্যাকেট পাওয়া গেছে গাড়ি দুটি থেকে। ওই প্যাকেটগুলোতে ঠাসা ছিল বহুমূল্য হেরোইন। সেগুলো শহরেরই নানা জায়গায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।

বিধাননগরের নাওডাঙায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার মাদক সহ দুই পাচারকারীকে কিছুদিন আগেই গ্রেফতার করেছে পুলিশ। মোমিন খান ও মেহতাব বিবি নামে ওই দম্পতি ছাগলের খোঁয়াড়ের আড়ালে বহুমূল্য মাদকের কারবার ফেঁদে বসেছিল। লাখ লাখ টাকার হেরোইনের লেনদেন হত সেখান থেকে। হাতেনাতে তাদের গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। ধৃতদের জেরা করে একের পর এক তথ্য উঠে আসছে।

এসটিএফ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে নওডাঙার ওই সেক্টরেই ফের অভিযান চালানো হয়। সেখানেই দুটি বিলাসবহুল গাড়ির হদিশ মেলে। দুটি গাড়িতেই প্রচুর হেরোইন রাখা ছিল। তন্তকারীরা বলছেন, প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি ব্যাগে ভর্তি ছিল হেরোইন। আরও হাজার তিরিশেক ছোট ছোট প্যাকেট পাওয়া গেছে দুটি গাড়ি থেকে। সবকটিতেই রয়েছে বহুমূল্য ড্রাগ। সব মিলিয়ে যার বাজারদর হতে পারে কোটি কোটি টাকা।

এই মাদক পাচারচক্রের জাল বহুদূর অবধি বিস্তৃত বলেই মনে করছে পুলিশ। ধৃত দম্পতি পশুপালনের ব্যবসা করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ধাপার মনপুর এলাকায় তাঁদের একটি ফ্ল্যাট রয়েছে। পশুপালনের আড়ালে মাদক তৈরি ও বিক্রির কাজ করত ওই দম্পতি। তাদের কাছ থেকে  প্রায় সাড়ে ৩ কিলোগ্রাম হেরোইন পাওয়া গিয়েছিল। সেই সঙ্গে মিলেছিল হেরোইন এবং ব্রাউন সুগারের মতো মাদক তৈরির জন্য প্রয়োজনীয় প্রায় দেড় কিলোগ্রাম রাসায়নিক। এই পাচারচক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।


You might also like!