kolkata

1 year ago

Kolkata Fatafat-জানেন কি? লটারির পাশাপাশি পশ্চিমবঙ্গের যুব সমাজে থাবা বসাচ্ছে এই অনলাইন জুয়া ! সাবধান থাকুন

Along with the lottery, this online gambling is taking hold in the youth of West Bengal! be careful
Along with the lottery, this online gambling is taking hold in the youth of West Bengal! be careful

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমরা সকলেই জানি ফুটবল, ক্রিকেটের প্রতি কলকাতার মানুষ তথা বাঙালির উন্মাদনা কতটা। চিরাচরিত ব্যাস্ত জীবনে বা বিভিন্ন কাজের মাঝে সবাই খেলার আপডেটটি দেখে নিতে চায়। শীতের মরশুমে খেলার প্রাচুর্য অপেক্ষাকৃত বেশি হয় কারণ অবশ্য এখানকার আবহাওয়া। কিন্তু কলকাতার মানুষের কাছে বর্তমানে ফুটবল, ক্রিকেটের থেকেও জনপ্রিয় হয়ে উঠেছে জনপ্রিয় এই খেলা। কি এই খেলা? 
বর্তমানে ফাটাফাট (Kolkata Fatafat) জুয়া খেলা কলকাতায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিনই এই খেলায় খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে। এই গেম পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যে সবচেয়ে বেশি খেলা গেমগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বেআইনি এই খেলাটি, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় আট বার ফলাফল ঘোষণা করা হয়।  


এই খেলায় অংশগ্রহণের নিয়ম?

এই খেলায় অংশগ্রহণ খুবই সহজ। এটি বাকি সমস্ত জুয়া খেলার মতনই, একটি মিশ্রিত নম্বরের সারণি থেকে একটি নম্বর বেছে নেওয়া হয়। কিন্তু এখানে খেলোয়াড়কে অনুমান শক্তি কাজে লাগাতে হয়। খেলোয়াড়ের অনুমান করা সংখ্যার সাথে বেছে নেওয়া সংখ্যা মিলে গেলেই বাজিমাত।


এই খেলার সময়সূচীঃ

মুলত এই খেলা দিনে ৮টি সময় হয়ঃ

১ম বাজিঃ ১০টা ২৫মিনিটে

২য় বাজিঃ ১১টা ৫৫মিনিটে

৩য় বাজিঃ ১টা ২৩মিনিটে

৪র্থ বাজিঃ ২টো ৫৫মিনিটে

৫ম বাজিঃ ৪টে ৩মিনিটে

৬ষ্ঠ বাজিঃ ৫টা ৫৫মিনিটে

৭ম বাজিঃ ৭টা ২৫মিনিটে

৮ম বাজিঃ ৮টা ৫৫মিনিটে   


জুয়া খেলার ক্ষতিকর প্রভাবগুলি কি কি?

জুয়া খেলার সবথেকে বড় বিশিষ্ট হল এই খেলা খুব তাড়াতাড়ি নেশায় পরিণত হয়ে যায়। জেতার ইচ্ছায় খেলোয়াড়রা অর্থের যোগান দিতে দিতে অনেক সময় নিঃস্ব পর্যন্ত হয়ে যান। খেলোয়াড়ের জুয়ার নেশার প্রভাব প্রত্যক্ষভাবে তার পরিবারের উপর পরে। বেশ কিছু জুয়া খেলা সংক্রান্ত অ্যাপকে প্রশাসন বন্ধ করে দিয়েছে। 


বিঃদ্রঃ দুরন্ত বার্তা কখনই জুয়া বা সাট্টা সংক্রান্ত খেলাকে সমর্থন করেনা, এই Article এর মাধ্যমে একটি সাম্প্রতিক তথ্যকে তুলে ধরা হয়েছে, এই খেলায় অংশগ্রহণ করতে বা এই খেলার প্রচারের জন্য নয়। 

You might also like!