কলকাতা, ১৭ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেল স্টেশনে নতুন ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শেষ হয়েছে। কাটোয়া রেল স্টেশনে শীঘ্রই তা খুলে দেওয়া হবে। পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে। যাত্রী সাধারণের সুবিধা করে দিতে এই উদ্যোগ। ছয় মিটারের চওড়া এই পায়ে হেঁটে ওভারব্রিজ দিয়ে ১ থেকে ৭ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত সহজেই যাতায়াত করা যাবে। মূল প্রবেশ পথের সঙ্গে ও স্টেশনে ঢোকার মুখে দ্বিতীয় রাস্তায়ও তা যুক্ত রয়েছে।
এর ফলে যাত্রীদের সমস্যা মিটবে। তাৎপর্যপূর্ণভাবে দুর্ঘটনার আশঙ্কাও কমে গেল। যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ। এক বার্তায় পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বয়স্ক যাত্রীদের পাশাপাশি শারীরিক ভাবে সক্ষমদের কথা ও বিবেচনা করে সমস্ত রকম পরিষেবা রাখা হয়েছে। শুধু তাই নয়, রেলযাত্রীদের ট্রেনে উঠতে সুবিধা হবে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে অনায়াসেই যাওয়া যাবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে আরও জানানো হয়েছে, নতুন এই পরিকাঠামোর দরুণ যাত্রীদের সুরক্ষা সহ অনেক ধরনের সমস্যা মিটল।