kolkata

1 year ago

Mamata Banerjee : প্রধানমন্ত্রী মোদীর নাম না করে বিজেপিকে নিশানা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকেও রাজনৈতিক লড়াইয়ের ময়দান হিসেবে বেছে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে সোমবার আক্রমণ করলেন মমতা।

সুভাষ বসুর ১২৭-তম জন্মদিবসে এদিন রেড রোডে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং নরেন্দ্র মোদীর নাম না করে আক্রমণ শানান। বাংলাকে পদে পদে অপমান করা হচ্ছে। একের পর এক কেন্দ্রীয় এজেন্সি পাঠানো হচ্ছে এখানে। কই কটা এজেন্সি গিয়েছে উত্তরপ্রদেশে? তিনি বলেন, এজেন্সি পাঠালেও আমরা ভয় পাই না। অনেকে ভয় পায়। কিন্তু আমরা পালাই না। আমরা অনেক লড়াই করে উঠে এসেছি। এজেন্সি দেখিয়ে আমাদের চুপ করিয়ে রাখা যাবে না।

এ বিষয়ে মমতা বলেন, মনে রেখো গণতন্ত্রে সংবিধান আছে। সংবিধান সকলকেই মেনে চলতে হবে। যা খুশি করো, কিন্তু দেশটাকে ভেঙে দিও না। দেশকে এক রাখো। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির নাম না করেও মমতা বলেন, একটা ফুলকে আলাদা করে চেনা যায়। যদি বাগানে হাজার হাজার ফুল থাকে, তাহলে! আর তা দিয়ে যখন একটা মালা গাঁথা হয়, তখন কে আলাদা করতে পারে, কোনটা মুসলমানের, কোন ফুলটা অন্য কারও।

You might also like!