kolkata

1 year ago

Mamata Banerjee : "দুর্ভাগ্যজনক, তবে সামলে দিয়েছি", এসএসকেএম কাণ্ডে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৫ ডিসেম্বর : চিকিৎসকদের হেনস্তা নিয়ে দিল্লি যাওয়ার আগে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেই দাবি তাঁর।

চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগকে ঘিরে কলকাতার সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতাল এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর হয়। দু’জন জুনিয়র চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাত থেকে থমথমে হাসপাতাল চত্বর।

এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে তিনি বলেন, “অল্প বয়সি যুবকের মৃত্যু হলে সকলের খারাপ লাগে। তবে এসএসকেএম ট্রমা সেন্টারে নাইট ডিউটিতে থাকা দু’জন জুনিয়র চিকিৎসকদের মারধর করা দুর্ভাগ্যজনক। তবে সামলে দিয়েছি। রাতে কোনও সিনিয়র চিকিৎসক ছিলেন না। সিনিয়র ডাক্তারদের থাকা উচিত। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দেয় রাজ্য। পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এখনও পর্যন্ত ৫ জন গ্রেফতার হয়েছে।”

উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও রোগীর মৃত্যুকে ঘিরে বিতর্কে আগে একাধিকবার উত্তাল হয়েছে এই হাসপাতাল চত্বর। চিকিৎসকদের মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া পদক্ষেপ নিতে দেখা গিয়েছে।


You might also like!