kolkata

1 year ago

Mamata Banerjee : নেতাজি ইন্ডোরে পাট্টা বিলি করলেন মুখ্যমন্ত্রী, বললেন আমরা উচ্ছেদের তীব্র বিরোধী

Mamata banerjee
Mamata banerjee

 

কলকাতা, ২৩ নভেম্বর : বুধবার নেতাজি ইন্ডোরে পাট্টা বিলি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বুলডোজার দিয়ে উচ্ছেদের তীব্র বিরোধী। গরিব মানুষাকে কোনওভাবেই উচ্ছেদ করা চলবে না। আমার সরকার গরিব মানুষের পাশে আছে।

পঞ্চায়েত ভোটের আগে জমির পাট্টা বিলির অনুষ্ঠানে ফের নাগরিকত্ব ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের আগে গ্রামীন এলাকার ভোটারদের মন জয় করতে নাগরিকত্ব ইস্যুকে হাতিয়ার করতে তিনি চাইছেন বলে মত রাজনৈতিক মহলের। এদিন তিনি ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রেও আমজনতাকে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন।

এদিন পাট্টা বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ জনের হাতে পাট্টা তুলে দেওয়ার পর একাধিক ইস্যুতে কেন্দ্রকে তুলোধোনা করলেন তিনি। তিনি বলেন, বারবার বিজেপির তরফে সিএএ লাগু করা বিভিন্নরকম চর্চা চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, কীসের নাগরিকত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “যারা ভোট দিচ্ছেন, প্রত্যেকে নাগরিক। নাহলে কারও সন্তান স্কুলে ভরতি হতে পারত না। কেউ চাকরি পেতেন না। এরপর নাগরিকত্ব দেওয়ার কথা মানে অপমান করা।”এরপরই আমজনতাকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার তালিকায় নাম তোলার কাজ হচ্ছে। প্রত্যেকে নিজের নাম গিয়ে দেখে আসবেন। নাহলে ওরা নাম কেটে দেবে। প্রত্যেকে সতর্ক থাকুন।”

পাট্টা বিলি থেকে সিএএ ইস্যু, মুখ্যমন্ত্রীর মন্তব্যের পালটা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু দাবি করেন, যে পাট্টা দেওয়া হয়েছে তা ভুয়ো। সিএএর বিরোধিতার নেপথ্যে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও সুর চড়ান শুভেন্দু।


You might also like!