kolkata

1 year ago

Nabanna : নবান্নের সামনে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি

A lorry loaded with sand overturned
A lorry loaded with sand overturned

 

কলকাতা, ২০ মার্চ  : সপ্তাহের প্রথম দিনে সোমবার সাত সকালে নবান্নের সামনে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি। আজ সকালে সাঁতরাগাছি থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় নবান্নে সামনে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির মধ্যে চালক ও খালাসী সহ চারজন ছিলেন।

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্প পোস্টে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় গাড়ি চালকসহ বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচলের বিঘ্ন ঘটে। পরে ক্রেন নিয়ে এসে ওই লরিটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে ফের যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

প্রসঙ্গত, রাজ্যের সদর কার্যালয়ে নবান্নর সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে যাতে কোন গাড়ি চলাচল না করে তার জন্য সব সময় নজরদারি ব্যবস্থা জোরদার থাকে। কিন্তু তারপরে ও সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে এই বালি বোঝাই লরিটি কেন দ্রুত গতিতে সাঁতরাগাছি থেকে দ্বিতীয় হুগলির সেতুর দিকে ছুটছিল তার কারণ প্রশাসনের কাছে অজানা। লরিটি ল্যাম্পপোস্টে ধাক্কা না মানলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করা হচ্ছে।

You might also like!