kolkata

4 months ago

Trains Cancelled: ৯ই, ১১ই ও ১৪ই আজিমগঞ্জ-কাটোয়ার মাঝে চারটি ট্রেন বাতিল

Trains Cancelled:
Trains Cancelled:

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ-কাটোয়া সেকশনের বাজারসাউ এবং টেনিয়া স্টেশনের মধ্যে ডাউন লাইনে রেলপথের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৯ই, ১১ই ও ১৪ই চারটি ট্রেন বাতিল করা হয়েছে।

০৩০৯০ আজিমগঞ্জ-কাটোয়া লোকাল আজিমগঞ্জ থেকে বেলা ৩ টায ১০এ ছাড়ে। ০৩০৭৬ আজিমগঞ্জ- কাটোয়া লোকাল আজিমগঞ্জ থেকে বেলা ৪ টা ৪০-এ ছাড়ে। ০৩০৮৯ কাটোয়া – আজিমগঞ্জ লোকাল কাটোয়া থেকে সন্ধ্যা ৭টায ২০-তে ছাড়ে। ০৩০৭৫ কাটোয়া – আজিমগঞ্জ লোকাল কাটোয়া থেকে রাত ৮টায় ছাড়ে। আগামী

৯, ১১ ও ১৪ সেপ্টেম্বর ট্রেনগুলো রেলপথের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে। পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


You might also like!