Jharkhand

3 months ago

RSS Pranta Pracharak meeting :রাঁচিতে বসছে সঙ্ঘের প্রান্ত প্রচারক বৈঠক, চলবে ১২-১৪ জুলাই

RSS Pranta Pracharak meeting
RSS Pranta Pracharak meeting

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এবার আয়োজিত হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রান্ত প্রচারক বৈঠক। ১২-১৪ জুলাই চলবে এই বৈঠক। শুক্রবার সঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঁচিতে আগামী ১২-১৪ জুলাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বার্ষিক জাতীয় স্তরের প্রান্ত (প্রাদেশিক) প্রচারক সভার আয়োজন করা হচ্ছে।সারাদেশের সকল প্রন্ত প্রচারক এই সভায় উপস্থিত থাকবেন। সঙ্ঘের সংগঠন পরিকল্পনায় মোট ৪৬টি প্রদেশ গঠন করা হয়েছে।

এই বৈঠকে সঙ্ঘের প্রশিক্ষণ শিবিরের রিপোর্ট এবং পর্যালোচনা, আগামী বছরের পরিকল্পনার বাস্তবায়ন, ২০২৪-২৫ সালের জন্য পুজানীয় সরসঙ্ঘচালকজির ভ্রমণ পরিকল্পনার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও, আরএসএস-এর শতবর্ষ (২০২৫-২৬) নিয়ে আলোচনা হবে। সরসঙ্ঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে, সহ-সরকার্যবাহ ডঃ কৃষ্ণ গোপাল, শ্রী সি আর মুকুন্দ, শ্রী অরুণ কুমার, শ্রী রাম দত্ত, শ্রী অলোক কুমার, শ্রী অতুল লিমায়ে এবং কার্যনির্বাহী সদস্যরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। এই সভায় যোগ দিতে ৮ জুলাই রাঁচিতে পৌঁছবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত।


You might also like!