রাঁচি, ২১ সেপ্টেম্বর : আগামী দুদিন ঝাড়খণ্ড রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড রাজ্যের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতও হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী রাঁচি সহ ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে।
মৌসম ভবনের আবহাওয়াবিদ অভিষেক আনন্দ বৃহস্পতিবার বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই ঝাড়খণ্ড রাজ্যে বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে ডালটনগঞ্জ ও জামশেদপুরের ওপর দিয়ে বর্ষার অক্ষরেখার কারণেও রাজ্যের বিভিন্ন জায়গায় ক্রমাগত বৃষ্টিপাত হচ্ছে। অভিষেক আনন্দ আরও জানান, নিম্নচাপ এলাকার তীব্রতার কারণেও অনেক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় সঞ্চালন ছাড়াও, জামশেদপুরের উপর দিয়ে মৌসুমি বায়ু যাওয়ার ফলেও বিভিন্ন অংশে ভাল বৃষ্টিপাত হচ্ছে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ঝাড়খণ্ড রাজ্যের অনেক জায়গায় মেঘ থাকবে এবং সেকারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে।