রাঁচি, ১২ জুলাই ঃ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে শুভারম্ভ হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র প্রান্ত প্রচারক বৈঠক। আগামী ১৪ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই বৈঠক। শুক্রবার বৈঠকে যোগ দিয়েছেন পূজনীয় সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে প্রমুখ। এছাড়াও সারাদেশের সকল প্রান্ত প্রচারক এই সভায় উপস্থিত হয়েছেন।
বৈঠকে এই বছর অনুষ্ঠিত 'সঙ্ঘ শিক্ষা বর্গ' ও 'কার্যকর্তা বিকাশ বর্গ'-এর রিপোর্ট এবং পর্যালোচনা হবে। এছাড়াও 'সংঘ শতাব্দী কার্য বিস্তার যোজনা'-র অগ্রগতি নিয়েও চর্চা হবে। এছাড়াও, আরএসএস-এর শতবর্ষ (২০২৫-২৬) নিয়ে আলোচনা হবে। সরসঙ্ঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে, সহ-সরকার্যবাহ ডঃ কৃষ্ণ গোপাল, শ্রী সি আর মুকুন্দ, শ্রী অরুণ কুমার, শ্রী রাম দত্ত, শ্রী অলোক কুমার, শ্রী অতুল লিমায়ে এবং কার্যনির্বাহী সদস্যরা ১৪ জুলাই পর্যন্ত বৈঠকে উপস্থিত থাকবেন।