Breaking News
 
F-35 crash:ক্যালিফোর্নিয়ার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, ভস্মীভূত মার্কিন এফ-৩৫ জেট Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের!

 

Jharkhand

1 year ago

(RSS) fringe campaign meeting : রাঁচিতে সঙ্ঘের প্রান্ত প্রচারক বৈঠকের শুভারম্ভ, চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত

Rashtriya Swayamsevak Sangh partry (symbolic picture)
Rashtriya Swayamsevak Sangh partry (symbolic picture)

 

রাঁচি, ১২ জুলাই ঃ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে শুভারম্ভ হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র প্রান্ত প্রচারক বৈঠক। আগামী ১৪ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই বৈঠক। শুক্রবার বৈঠকে যোগ দিয়েছেন পূজনীয় সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে প্রমুখ। এছাড়াও সারাদেশের সকল প্রান্ত প্রচারক এই সভায় উপস্থিত হয়েছেন।

বৈঠকে এই বছর অনুষ্ঠিত 'সঙ্ঘ শিক্ষা বর্গ' ও 'কার্যকর্তা বিকাশ বর্গ'-এর রিপোর্ট এবং পর্যালোচনা হবে। এছাড়াও 'সংঘ শতাব্দী কার্য বিস্তার যোজনা'-র অগ্রগতি নিয়েও চর্চা হবে। এছাড়াও, আরএসএস-এর শতবর্ষ (২০২৫-২৬) নিয়ে আলোচনা হবে। সরসঙ্ঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে, সহ-সরকার্যবাহ ডঃ কৃষ্ণ গোপাল, শ্রী সি আর মুকুন্দ, শ্রী অরুণ কুমার, শ্রী রাম দত্ত, শ্রী অলোক কুমার, শ্রী অতুল লিমায়ে এবং কার্যনির্বাহী সদস্যরা ১৪ জুলাই পর্যন্ত বৈঠকে উপস্থিত থাকবেন।

You might also like!