গিরিডি , ২৯ এপ্রিল : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী হিসেবে সোমবার মনোনয়ন জমা দিলেন। জানা গেছে, সোমবার সকাল ১১.৫৫ মিনিটে মনোনয়ন জমা দেওয়ার জন্য গিরিডির নির্বাচনী আধিকারিকের দফতরে কল্পনা সোরেন। তিনি গান্ডে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অনুপস্থিতিতে সরকার পতন ঠেকাতে কল্পনার নাম উঠে এলেও পারিবারিক অশান্তিতে তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন হেমন্ত সোরেন ঘনিষ্ঠ চম্পাই সোরেন। এদিন মুখ্যমন্ত্রী চম্পাইকে সঙ্গে নিয়ে গিরিডি জেলার গান্ডে বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা দেন কল্পনা। আগামী ২০ মে এখানে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হবে।