সিমডেগা, ৩ নভেম্বর : ঝাড়খণ্ডের সিমডেগা জেলার কোলেবিরা থানায় নিজেকে গুলি করে আত্মঘাতী কনস্টেবল সত্যজিৎ কচ্ছপ।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।তদন্তকারী অফিসার বলেন, তদন্তে সহায়তার জন্য এফএসএল টিমকে ডাকা হয়েছে। দলটি শুক্রবার রাঁচি থেকে এখানে পৌঁছাবে।
অন্যদিকে, বৃহস্পতিবারের দিনের বেলায় গুলি চালানোর ঘটনায় উদ্বিগ্ন হয়ে সত্যজিৎ কচ্ছপ এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। গুলি চালানোর ঘটনা সম্পর্কে জানা গেছে, সত্যজিৎ কচ্ছপ একটি ভাড়ার গাড়িতে করে পুত্রিতলি থেকে বারসলোয়ার দিকে যাচ্ছিলেন। লাসিয়ার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রমেশ সাহু ও জিতেন্দ্র সাহুকে (লাসিয়ার বাসিন্দা) কচ্ছপের গাড়িটি ধাক্কা দেয়। এর পর গাড়িটি এগিয়ে যায়। কয়েকজন লোক গাড়িটিকে ধাওয়া করলে কিছুদূর গিয়ে গাড়ি থামিয়ে দেয় কচ্ছচ । এরপর বাতাসে গুলি চালান বলে অভিযোগ। এতে লোকজন ছত্রভঙ্গ হয়ে যায় এবং সত্যজিৎ গাড়ি ছেড়ে জঙ্গলের দিকে ছুটে যান।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোলেবিরা থানার ইনচার্জ কুমার ইন্দ্রেশ, ইন্সপেক্টর বিদ্যা শঙ্কর ও বানো থানার ইনচার্জ রঞ্জিত কুমার মাহাতো। সত্যজিৎ কচ্ছপের খোঁজ করে জঙ্গল থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর থানার গেটের সামনে নিজেকে গুলি করে কচ্ছপ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।