নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঝাড়খণ্ড ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এই ট্রেন দুর্ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি। খাড়গে বৃহস্পতিবার তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ঝাড়খণ্ডের জামতারায় ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মানুষের প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। আমাদের তরফ থেকে মৃতদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রেলওয়ের তরফ থেকে এবং সরকারী প্রশাসনের অবিলম্বে ত্রাণ কাজ শুরু করা উচিত, সেইসঙ্গে কংগ্রেস কর্মীদের যথাযথ সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।" কংগ্রেস সভাপতি খাড়গে আরও লিখেছেন যে, "রেল মন্ত্রকের এই মর্মান্তিক দুর্ঘটনার দায় নেওয়া উচিত এবং একটি নিরপেক্ষ তদন্ত করা উচিত যাতে নিরাপত্তার ত্রুটির জন্য দায়ীরা জবাবদিহি করতে বাধ্য হয়।"