Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Jharkhand

2 years ago

Jharkhand:খুব শীঘ্রই বিমানবন্দর পাবে বোকারো, পরিদর্শনে বিসিএএস দল

Bokaro Airport
Bokaro Airport

 

বোকারো  : খুব শীঘ্রই একটি বিমানবন্দর পেতে চলেছে ঝাড়খন্ডের বোকারো। এর পরিপ্রেক্ষিতে বোকারে বিমানবন্দরে যাত্রীদের চলাচলের সময় নিরাপত্তা পরীক্ষা করতে পৌঁছায় বিমান সুরক্ষা এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) টিম।

বিমানবন্দর কর্তৃপক্ষের ডিরেক্টর অনিল কাশ্যপ এবং বোকারোর এসপি প্রিয়দর্শী অলোকও দলের সাথে উপস্থিত ছিলেন। বিসিএএস টিমের পরিদর্শনের পরই ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) দল বোকারো বিমানবন্দরে রিপোর্ট নিতে আসবে । এরপর বিমানবন্দরের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

দলটি বোকারো বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং এবং অন্যান্য স্থান পরিদর্শন করেছে। বিমানবন্দরের নিরাপত্তার জন্য দ্রুত সীমানা প্রাচীর সংলগ্ন ঝুপড়ি ও আশপাশের কসাইখানা উচ্ছেদ করার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, বোকারো বিমানবন্দরের রানওয়ে এটিআর–৭২ বিমানের জন্য যথেষ্ট। ২০১৮ সালে বোকারো বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।



You might also like!