Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

International

1 year ago

JD Vance and Usha Chilukuri:কে ঊষা? সেই ভ্যান্সকে ভাইস-প্রেসিডেন্টের জন্য বাছলেন ট্রাম্প

Usha Chilukuri Vance
Usha Chilukuri Vance

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের একসময়ে বিরোধী ছিলেন। কিন্তু সেই ব্যক্তিকেই এবার মার্কিন ভাইস-প্রেসিডেন্টের জন্য বাছলেন ডোনাল্ড ট্রাম্প। ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভারতের মেয়ে ছিলেন। 

ভ্যান্স এবং উষার পরিচিতি কীভাবে, তাঁদের কবে বিয়ে হয়েছে, রইল সব খবর -

প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকাদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করা হলো। ট্রাম্পের নামটা ঘোষণা করার পরেই 'মেক আমেরিকা গ্রেট এগেন' স্লোগানে গমগম করতে থাকে কনভেনশনের হল। তিনি নিজের ডেপুটি হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেছেন অর্থাৎ নির্বাচনে জিতলে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন আর মার্কিন ভাইস-প্রেসিডেন্ট হবেন ভ্যান্স।

যিনি এখন আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট আছেন, সেই কমলা হ্যারিস হলেন ভারতীয় বংশোদ্ভূত। আর ওহিয়োর প্রথমবারের সেনেটর ভ্যান্স যদি নির্বাচিত হন, তাহলে মার্কিন ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে ভারতের যোগ থাকার ধারা অব্যাহত থাকবে কারণ ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি হলেন ভারতীয় বংশোদ্ভূত। চিলুকুরি পরিবার আদতে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হলেও ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোয় বড় হয়েছেন উষা। তাঁর বাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর মা হলেন বায়োলজিস্ট।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমেসর প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, ইয়েল ল স্কুলে পড়াশোনার সময় উষার সঙ্গে আলাপ হয়েছিল ভ্যান্সের। ২০১৩ সালে 'সাদা আমেরিকায় সামাজিক অবক্ষয়' নিয়ে একটি আলোচনা গোষ্ঠীরও আয়োজন করেছিলেন তাঁরা। যাঁরা ২০১৪ সালে মার্কিন প্রদেশ কেন্টাকিতে বিয়ে করেন। খ্রিস্টান মতে তো বটেই, হিন্দুধর্মের নিয়মকানুন মেনে আলাদা বিয়ের অনুষ্ঠান হয়েছিল বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

ভ্যান্স এবং উষার তিন সন্তান আছে। তাদের নাম হল ইওয়ান, বিবেক এবং মিরাবেল। ২০২১ সালে মিরাবেলের জন্মের পরে ভ্যান্স বলেন, 'দয়া করে সকলে মিরাবেল রোস ভ্যান্সকে দেখে নিন। আমার প্রথম মেয়ে। বাবা ও মা উভয়েই ভালো আছে।' লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আপাতত তিন সন্তানের সঙ্গে সিনসিনাটিতে থাকেন ভ্যান্স এবং উষা।

উষা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন। ফিলোসফি নিয়ে স্নাতকোত্তর করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। এখন আইনি পেশায় যুক্ত আছেন। উষা সাধারণত খুব একটা বেশী লোকেদের সামনে আসেন না। তবে যেদিন ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভ্যান্সের নাম বেছে নিলেন ট্রাম্প, সেদিন তিনি সামনে আসেন। সংশ্লিষ্ট মহলের মতে, ৩৯ বছরের ভ্যান্সের যে উত্থান হয়েছে, সেটার পিছনে উষার বড় অবদান আছে। যে আত্মজীবনীর কারণে ভ্যান্সের পরিচিতি গড়ে ওঠে, সেটা লেখার ক্ষেত্রেও বড় অবদান ছিল উষার।


You might also like!