International

2 hours ago

Super Typhoon Ragasa: তাইওয়ানে আছড়ে পড়েছে টাইফুন রাগাসা, মৃত ১৪

Typhoon Ragasa to crash on China coast
Typhoon Ragasa to crash on China coast

 

তাইপেই, ২৪ সেপ্টেম্বর : রাগাসার তাণ্ডবে তছনছ তাইওয়ান। সুপার টাইফুন রাগাসার প্রভাবে মুষলধারে বৃষ্টিপাত চলছে সেখানে। তুমুল বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে কয়েক দশকের পুরোনো একটি ব্যারিয়ার হ্রদ। ভেঙে পড়েছে বিশাল বিশাল গাছ। কমপক্ষে ১৪ জন নিহত, ১৮ জন আহত এবং নিখোঁজ শতাধিক। রাগাসার তাণ্ডবে উপকূলবর্তী এলাকায় বিশাল ঢেউ ওঠে। স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের উপকূলে প্রথম আছড়ে পড়ে রাগাসা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই জেলাতেই। হুয়ালিয়েনে এখনও পর্যন্ত ১৪ জন নিহত, ১৮ জন আহত এবং ১২৪ জন নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধারকারী বাহিনীর অভিযান চলছে।

You might also like!