দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউরোপের ছোট্ট দেশ সুডেনে এবারের ঠাণ্ডা গত ২৫ বছরের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়েছে। তাপমাত্রার পারদ নেমেছে মাইস ৪৩ ডিগ্রিতে। সুইডেনের রাস্তাঘাত এখন শুধু সাদা বরফে ঢাকা। প্রভাব পড়েছে জন জীবনেও।
সুইডেনের আবহাওয়া অফিস জানিয়েছে ৩ জানুয়ারি তাপমাত্রার পারদ কমে দাঁড়িয়েছে মাইনাস ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৯৯ সালের পর জানুয়ারিতে এটাই সবচেয়ে কম তাপমাত্রা। ২৫ বছর আগে জানুয়ারিতে সুইডেনে তাপমাত্রা রেকর্ড হয়েছিল মাইনাস ৪৯ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫১ সালের পর সেটাই ছিল সবচেয়ে কম তাপমাত্রা।
সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা প্রধান ম্যাথিয়াস লিন্ড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সবেচেয়ে কম তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল দেশের উত্তরাঞ্চল কভিকজোকক আরেনজার্কা স্টেশনে। এখানে তাপমাত্র মাইনাস ৪০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তীব্র শীত ও তুষারপাতের কারণে মানুষের জন জীবন ব্যাহত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ঠান্ডার প্রভাব পড়েছে সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডও। দেশটির উত্তরাঞ্চলের লাপল্যান্ড অঞ্চলে গত মঙ্গলবার সন্ধেতে মাইনাস ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।