International

4 months ago

Ship capsizes in mid-ocean in Oman: ওমানে মাঝ সমুদ্রে জাহাজডুবি, নিখোঁজ ১৩ ভারতীয়-সহ ১৬ জন

Ship capsizes in mid-ocean in Oman
Ship capsizes in mid-ocean in Oman

 

মাসকট, ১৭ জুলাই : ওমানে মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার বোঝাই জাহাজ। নিখোঁজ ১৩ ভারতীয়-সহ মোট ১৬ জন। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রেস্টিজ ফ্যালকন নামক ওই জাহাজ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ক্রু সদস্যদের এখনও খোঁজ মেলেনি। ওমান প্রশাসনের তরফে তল্লাশি জারি রাখা হয়েছে বলে জানা গেছে।

বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা যায়, ওমানের উপকূলে একটি তেলের ট্যাঙ্কার বহনকারী জাহাজ ডুবে যায়। ওই জাহাজে মোট ১৬ জন ক্রু ছিলেন। তার মধ্যে ১৩ জন ভারতীয়, বাকি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গিয়েছে৷ দুর্ঘটনার পর থেকে সকলেই নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে, কমোরসের একটি তেলের ট্যাঙ্কার ওমানের দুকম বন্দরের কাছে রাস মাদ্রাকাহ থেকে ২৫ নট্যিকাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়।


You might also like!