International

1 year ago

Sheikh Hasina : ঢাকায় মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Sheikh Hasina
Sheikh Hasina

 

ঢাকা, ২ ফেব্রুয়ারি  : ঢাকায় মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ১১টার কিছু পরে পূর্বাচল নতুন শহর প্রকল্প নারায়ণগঞ্জ রূপগঞ্জের রাজাউল কমার্শিয়াল প্লটমাঠে মেট্রোলাইন নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা ও ফলক উন্মোচন করেন। উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের এক মাসের মাথায় দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজেরও উদ্বোধন করলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ডিএমটিসিএল) এম এ এন সিদ্দিক। নির্মাণকাজ শেষ হলে ২৫টি ট্রেন চলবে। একেকটি ট্রেনে থাকবে ২৫টি আটটি করে কোচ। ব্যস্ত সময়ে আড়াই থেকে তিন মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। ২০৩০ সাল নাগাদ রাজধানী ঢাকায় মোট ছয়টি মেট্রোরেল রুট উদ্বোধন করা হবে। প্রতিটি প্রকল্পের দায়িত্বে ডিএমটিসিএল।

You might also like!