ইসলামাবাদ, ১৬ অক্টোবর : পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে প্রাতঃভ্রমণ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বুধবার সকালে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে প্রাতঃভ্রমণ করেন এস জয়শঙ্কর, তাঁর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রকের অন্যান্য অধিকারিকরাও। প্রাতঃভ্রমণের ফাঁকে অর্জুন চারাগাছও রোপণ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। চারাগাছ রোপণ করে ধরিত্রী মায়ের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেন এস জয়শঙ্কর।
উল্লেখ্য, কোনও ভারতীয় বিদেশমন্ত্রী হিসেবে ৯ বছর পরে পাকিস্তানে গিয়েছেন এস জয়শঙ্কর। ২০১৫ সালে ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গিয়েছিলেন। তার পরের বছর সার্ক-ভুক্ত রাষ্ট্রগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়েছিল পাকিস্তানে, যোগ দিতে গিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেটাই ছিল শেষ বার পাকিস্তানের মাটিতে কোনও বহুপাক্ষিক সম্মেলনে ভারতের যোগদান। আর মঙ্গলবার ইসলামাবাদে গিয়েছেন এস জয়শঙ্কর।