কাঠমান্ডু, ৫ জানুয়ারি : নেপাল সফরের অন্তিম দিন, শুক্রবার কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শুক্রবার সকালে পশুপতিনাথ মন্দিরে গিয়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজো দিয়েছেন এস জয়শঙ্কর। তিনি চারাগাছও রোপণ করেন, ভারত ও নেপাল দুই দেশের মঙ্গল কামনায় পশুপতিনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি।
এদিন সকালে পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সামাজিক মাধ্যম এক্স-এ এস জয়শঙ্কর জানিয়েছেন, "পশুপতিনাথ মন্দির দর্শন করে ধন্য হলাম। আমাদের দুই দেশের মঙ্গল এবং বন্ধনের জন্য প্রার্থনা করেছি।" উল্লেখ্য, দু'দিনের সফরে বৃহস্পতিবারই নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছন জয়শঙ্কর। শুক্রবার তাঁর নেপাল সফরের অন্তিম দিন।